দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা

বিনিয়োগকারীদের জন্য করনীয়ঃ

আশাতিরিক্ত লাভজনক বিনিয়োগ প্রলোভন থেকে সাবধান থাকুন।
আপনার আয়-ব্যয়ের সাথে সামঞ্জস্য রেখে ব্যক্তিগত বাজেট ও আর্থিক পরিকল্পনা করুন।
বিভিন্ন বিনিয়োগ পণ্য ও খাতের ঝুঁকি সম্পর্কে জানুন।
সঞ্চয় থেকে কোন সিকিউরিটিজ বা খাতে কত বিনিয়োগ করবেন সিদ্ধান্ত নিন।
পর্যাপ্ত বিচার-বিশ্লেষণ করে বিনিয়োগ সিদ্ধান্ত নিন।
আপনার হিসাবে রক্ষিত সিকিউরিটিজ ও অর্থের বিষয়ে সচেতন থাকুন।
বিনিয়োগ সংক্রান্ত আইন-কানুন সম্পর্কে অবগত হয়ে বিধি-নিষেধ মেনে চলুন।
পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে কোম্পানীর আর্থিক অবস্থা, ব্যবস্থাপনা এবং অন্যান্য বিষয়ে ধারণা নিন।
বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান সম্পর্কে খোঁজ-খবর নিয়ে বিনিয়োগ হিসাব খুলুন।
বিনিয়োগ সিদ্ধান্ত আপনি নিজে নিন, প্রয়োজনে বিনিয়োগ বিশ্লেষকের সহয়াতা নিন।
আপনার আর্থিক পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন ধরনের বিনিয়োগের মেয়াদ নির্ধারণ করুন।
ঋণ গ্রহণের পূর্বে আপনার ঋণ পরিশোধের সঙ্গতি এবং ঋণের শর্তসমূহ বিবেচনা করে সিদ্ধান্ত নিন।
আপনার কোন অভিযোগ থাকলে স্টক এক্সচেঞ্জ বা কমিশনকে অবহিত করুন।
সময়মত বিনিয়োগ এবং বিক্রয় সিদ্ধান্ত গ্রহণ করুন।
বিনিয়োগকারীদের জন্য বর্জনীয়ঃ

Θ সঞ্চয়ের পুরোটা একই খাতে বিনিয়োগ নয়।
Θ আপনার সংগতির অতিরিক্ত ঋণ গ্রহণ করবেন না।
Θ কারো দ্বারা প্ররোচিত হয়ে বিনিয়োগ নয়।
Θ গুজবের ভিত্তিতে বিনিয়োগ নয়।
Θ “বিনিয়োগ মানে নিশ্চিত লাভ”- এই ধারনায় বিনিয়োগ নয়।
Θ অনিশ্চিত তথ্য বা চটকদার বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে বিনিয়োগ নয়।
Θ অযৌক্তিক অতিরিক্ত দরে বিনিয়োগ নয়।
Θ প্রত্যেকটি বিনিয়োগে ক্ষতির ঝুঁকি রয়েছে বিধায় ঝুঁকি বিশ্লেষণ না করে বিনিয়োগ নয়।
Θ জ্ঞাতসারে বে-আইনী বা অননুমোদিত কোন খাতে বিনিয়োগ নয়।
Θ অপ্রাতিষ্ঠানিক খাতে বিনিয়োগ নয়।
Θ কোন অনুমোদনহীন দলিল বা ফরম এ স্বাক্ষর করবেন না।
Θ প্রয়োজনীয় অনুমোদন ব্যতীত ইস্যুকৃত কোন সিকিউরিটিজ বা চুক্তিপত্রে- আয়ের হার অনেক বেশী ও কম ঝুঁকিপূর্ণ বলে প্রতিশ্রুতি দিলেও বিনিয়োগ করবেন না।

 

Presentation on Financial Literacy Proram Presentation on Reading Materials
PowerPoint Slide on Training of Trainers Presentation Skills Reading Material-draft-09.02.2017-1
Letter of BSEC regarding ToT Program which will be held on 22, 24, 25 and 26 October 2017 Participant list for TOT Program on 22.10.17
Participant list for TOT Program on 24.10.17  Participant list for TOT Program on 25.10.17
 Participant list for TOT Program on 26.10.17  Session Plan of ToT Program which will be held on 22, 24, 25 and 26 October 2017 
 PDF Presentation Materials of ToT Program which will be held on 22, 24, 25 and 26 October 2017  

Animation on Nationwide Financial Literacy Program

“বিনিয়োগের অ আ ক খ” সচেতন বিনিয়োগ সমৃদ্ধ আগামী

Financial Literacy Program